নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পর নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মিরা।  সোমবার (২৪ মার্চ) বিকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা জেলার কবিরহাট ও বসুরহাট বাজারে এ আনন্দ মিছিল বের করে। কবিরহাট বাজারের মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট জিরো পয়েন্টের সামনে সমাবেশে মিলিত হয়। এদিকে, কোম্পানীগঞ্জের বসুরহাট হাইস্কুল রোড থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মিরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুসরহাট জিরো পয়েন্টের সামনে সমাবেশে মিলিত হয়।কবিরহাটে সমাবেশে বক্তব্য রাখেন,কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশ, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রনি, যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ। এদিকে, কোম্পানীগঞ্জের সমাবেশে বক্তব্য রাখেন,বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ও সাধারণ সম্পাদক অরুপ মজুমদার।একাধিক ছাত্রদল নেতা জানান, যারা ছাত্রদলের পদ পেয়েছে তারা সবাই যোগ্য। নোয়াখালীর ইতিহাসে এই প্রথম এক সাথে এতগুলো কলেজ-মাদরাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ছাত্রদলের নেতাকর্মিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ঘোষিত কমিটি গুলোকে সাধুবাদ জানিয়েছেন। তবে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কলেজ গুলোতে এক কেন্দ্রীয় নেতার প্রেসক্রিপশনে কমিটি না হওয়ায় তার যোগসাজশে তার অনুসারীরা পদ বঞ্চিত গুটি কয়েক লোকজন বিক্ষোভ করেছেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।    উল্লেখ্য, রোববার ২৩ মার্চ রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাফ নদী থেকে অপহৃত জেলেরা বাড়ি ফিরেছেন
নাফ নদী থেকে অপহৃত জেলেরা বাড়ি ফিরেছেন

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ শিকারের সময় অপহৃত জেলেরা ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন