পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) তেঁতুলিয়া মডেল থানার এসআই নরেস চন্দ্র রায় বাদী হয়ে ইউনুস আলীকে প্রধান আসামী করে ১১ জনের নামসহ অজ্ঞাত আরো ৬০-৬৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়ায় উপজেলার ভজনপুরে সংগঠন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ সদস্য আহত হন।তেঁতুলিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও ড্রেজার মেশিন বসিয়ে দিনে ও রাতে সমানতালে পাথর উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এ অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সংগঠন বাজার, কীর্তনপাড়া, ভুতিপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাথর উত্তোলনের চারটি সাইটে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।অভিযানের একপর্যায়ে কীর্তনপাড়ায় ইউনুস আলীর সাইটে উপস্থিত হলে তার সহযোগী ও শ্রমিকরা বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুক্তাদির নামে এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিযান পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে সরে আসেন।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকে সবাই গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। তবে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ২
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরীর ইক্ষু গবেষণা এলাকায় দিনদুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র আল আমিন ওরফে আশিককে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার Read more

সাংবাদিক ও গুণীজনদের পুরস্কার দিলো ডিজিটাল মিডিয়া ফোরাম 
সাংবাদিক ও গুণীজনদের পুরস্কার দিলো ডিজিটাল মিডিয়া ফোরাম 

সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) আয়োজনে ‘ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়েছে। শনিবার (১ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন