চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা হিসাবে অটো রিকশা ও ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৩ মার্চ) দুপুরে শহরের মিশন রোড শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে । অনুষ্ঠানে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা হিসেবে অটো রিক্সা ও ঢেউটিন বিতরণ করেন নেতাকর্মীরা।শহর জামায়াতের আমির মোঃ শাজাহান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির মোঃ বিল্লাল হোসেন মিয়াজী।অনুষ্ঠানে জেলা জামাতের আমির জানান, অসহায় মানুষকে সহায়তা করতে তাদের এই কর্মসূচি। ভবিষ্যতে ও অসহায় মানুষদের পাশে এই ধরনের কর্মকাণ্ডে জামাত ইসলামী থাকবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর