মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকির বনানীতে ৩ হাজার ১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের বাজার মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া ফ্রিজ করা ব্যাংক হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা রয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।  আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।আবেদনে বলা হয়েছে, মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকীর স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ ফ্রিজ ও ক্রোক করা আবশ্যক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী
ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

মিশা সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো বিমান
ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো বিমান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অভ্যন্তরীণ রুটে শিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বয়স্করাও পাবেন পেনশন সুবিধা, নেওয়া হচ্ছে নতুন প্রকল্প
বয়স্করাও পাবেন পেনশন সুবিধা, নেওয়া হচ্ছে নতুন প্রকল্প

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও ব্যাপক আকার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

দুর্বলতা কোথায় ছিল, তদন্তের পর ব্যবস্থা: অতিরিক্ত কারা মহাপরিদর্শক
দুর্বলতা কোথায় ছিল, তদন্তের পর ব্যবস্থা: অতিরিক্ত কারা মহাপরিদর্শক

বগুড়া কারাগার থেকে চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনা সঠিকভাবে তদন্ত করা হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন