জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত খগেন্দ্র নাথ মাহাতো (রাঙা) উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের রংলাল মাহাতোর ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খগেন্দ্র নাথ মাহাতো তার ব্যক্তিগত মোটরসাইকেলে চান্দাইকোনা থেকে সেবা ক্লিনিক তার কর্মস্থলে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর