গণহত্যার দায়ে আওয়ামিলীগের বিচার করা নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা উত্তরের নেতৃবৃন্দ। শনিবার (২২ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধনে দাড়িয়ে তারা আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি তোলেন।তারা বলেন, এই দেশে শেখ হাসিনার রাজনীতি করার কোন অধিকার নাই। যারা এই স্বৈরাচার আওয়ামীলীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অন্তবর্তীকালীন সরকার যদি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তাদেরকেও আমরা আন্দোলনের মাধ্যমে সরিয়ে বিপ্লবী সরকার গঠন করবো।এসময় উপস্থিতি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম (মুকুল), জেলা সদস্য মাওলানা শহিদুল্লাহ শোয়াইব, রেজা ভাই,রাকিবুল ইসলাম প্লাবন ,মো তুহিন ,তামিম আজহার, ছাত্র নেতা উজ্জ্বল ইসলাম,তামিম আজহার,ফাইরুজ জাহান সৌর প্রমুখ।মানববন্ধন শেষে তারা মহাসড়কে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি তোলেন।এই আন্দোলনে ৩৫ জনের মতো নেতাকর্মীদের সাথে নিয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর