জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জি.এম) কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সংগঠিত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের। তিনি বলেন, “দলের মধ্যে বিভাজন সৃষ্টির সকল ষড়যন্ত্র অতীতে যেমন ব্যর্থ হয়েছে, বর্তমানেও তা ব্যর্থ হবে। জাতীয় পার্টির ভবিষ্যৎ জি.এম কাদেরের হাতেই নিরাপদ।”শনিবার (২১ জুন) নগরীর সেন্টমার্টিন লিমিটেডের লুসাই হলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবু তাহের বলেন, “১৯৯০ পরবর্তী সময়ে বহু ষড়যন্ত্র হয়েছে, দল ভাঙার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজ প্রমাণিত, যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীর কাছে এখন একমাত্র ভরসার নাম জি.এম কাদের। তাঁর নেতৃত্বেই জাতীয় পার্টি সুসংগঠিত হচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে।”তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সব ধরনের মতানৈক্য ও ভেদাভেদ ভুলে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।”সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী। তিনি বলেন, “দেশের এই রাজনৈতিক অস্থিরতার সময় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও গণমুখী করতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ কর্মপ্রয়াস।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মো. ওসমান খান, সহ-সভাপতি ফজলে আজিম দুলাল, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম রেজা, জাপা নেতা শামসুল আলম বি.কম, আবুল কাশেম, হাজী বাবুল আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিক পার্টি নেতা সাহাবউদ্দিন, আমিন জুট মিল শ্রমিক নেতা হাফেজুর রহমান মিন্টু, ডবলমুরিং থানা জাপার নেতা আরমান মিয়া, পাহাড়তলী থানার নাছির খান, কৃষক পার্টি নগর আহ্বায়ক এনামুল হক বেলাল, কোতোয়ালী থানার সেলিম উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ, যুব সংহতির মহানগর যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, ছাত্র সমাজ আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, মাইনুদ্দিন রায়হান, জবিরুল হক সোহাগ ও জ্যাকসন সুশীল প্রমুখ।সভায় মহানগরের আওতাধীন প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটিকে নতুনভাবে সংগঠিত করে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীরা একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর