ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আজ সুকঠিন ঐক্য গড়ে তুলেছে। অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে। ইনশাআল্লাহ্, সেই সরকারের নেতৃত্ব দিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, সাবেক আহবায়ক ফারুক হোসেন কাজল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়াউর রহমান, পৌর কৃষদলের আহবায়ক শওকত হোসেন শান্ত, সদস্য সচিব রেজাউল করিম কালাম মুন্সি ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান রাব্বি প্রমুখ।ইফতার পূর্ব মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।এসময় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুই কমিটি
বিএনপির বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুই কমিটি

বিএনপির বর্তমান বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুটি কমিটি গঠন করেছে দলটি। এগুলো হচ্ছে ‘চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’ এবং ‘স্পেশাল Read more

কোথায় থামবেন অমিত?
কোথায় থামবেন অমিত?

Source: রাইজিং বিডি

ঘূর্ণিঝড় রেমাল: ফেনীতে প্রস্তুত ২ হাজার স্বেচ্ছাসেবক 
ঘূর্ণিঝড় রেমাল: ফেনীতে প্রস্তুত ২ হাজার স্বেচ্ছাসেবক 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

বাগেরহাটে ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি 
বাগেরহাটে ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে বাগেরহাটে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন