নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে সুশান্ত রায় (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট এ.বি.এম. ফয়জুল ইসলাম।এর আগে গত সোমবার (১৭ মার্চ) নীলফামারী একটি ফেসবুক গ্রুপে itz Sabuj Ahmed নামের একটি আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়। একই গ্রুপের সদস্য সুশান্ত রায় উক্ত পোস্টটি শেয়ার করলে বিষয়টি জেলা পুলিশের নজরে আস। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অনুসন্ধানে জানা যায়, উক্ত পোস্টের মূল হোতা হচ্ছেন সবুজ ইসলাম, যিনি itz Sabuj Ahmed নামক ফেসবুক আইডি ব্যবহার করতেন। অন্যদিকে, পোস্টটি শেয়ারকারী গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুশান্ত রায়, যিনি নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা (পাইকারপাড়া) এলাকার বাসিন্দা পরেশ বাবুর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক বিশেষ টিম গঠন করা হয়। অভিযুক্ত সুশান্ত রায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন এবং নীলফামারী ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। পুলিশের ধারাবাহিক নজরদারির কারণে তিনি দেশত্যাগে ব্যর্থ হন। এক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত রায় তার অপরাধের সত্যতা স্বীকার করেন। তদন্তে আরও উঠে আসে, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উসকানিতে তিনি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিলেন। এই ঘটনায় জেলার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।এই সময় বক্তব্যে বক্তারা বলেন, “আমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর সম্পর্কে অবমাননা কোনোভাবেই সহ্য করব না। যারা ধর্মীয় উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু কিছু ব্যক্তি সমাজে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা চাই, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট এ.বি.এম. ফয়জুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, “ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় সুশান্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ব্যবহৃত VIVO ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক জেলেকে ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক জেলেকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ।ফেরতকৃত বাংলাদেশী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার রামনাথপুর Read more

সুরমা-কুশিয়ারা ফের বিপৎসীমার ওপরে, পানি বাড়ছে সিলেটের সব নদীতে
সুরমা-কুশিয়ারা ফের বিপৎসীমার ওপরে, পানি বাড়ছে সিলেটের সব নদীতে

সিলেটে গত ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারাসহ সবকটা নদ নদীর পানি বাড়ছে।

বরগুনার বামনায় কলেজ শিক্ষক ও ২ শিক্ষার্থী অসুস্থ
বরগুনার বামনায় কলেজ শিক্ষক ও ২ শিক্ষার্থী অসুস্থ

প্রচণ্ড গরমে বরগুনার বামনায় একটি কলেজের শিক্ষক ও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, দেখে ফেলায় শ্যালিকাকেও খুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, দেখে ফেলায় শ্যালিকাকেও খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার আমির হোসেন (২৮)। জবানবন্দিতে Read more

রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আইনজীবী নিহত
রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আইনজীবী নিহত

রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাই‌কেল আ‌রোহী এক শিক্ষানবিশ আইনজীবি নিহত হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন