গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস,ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন একটি পোশাক কারখানার প্রায় সাড়ে ৮ শতাধিক শ্রমিক।বুধবার (১৯ মার্চ)সকাল সাড়ে ৮ টা থেকে কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি শুরু করেন মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টস লিঃ(আলিফ গ্রুপ)এর শ্রমিকরা।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়,ঈদ বোনাস,গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে তারা কর্মবিরতি পালন করছেন।গত কয়েক দিন ধরেই তারা এসব দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন।কিন্তু কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাচ্ছেনা। শ্রমিকরা আরো বলেন,কর্তৃপক্ষ আমাদের দাবী দাওয়া পূরণ করাতো দূরের কথা তারা কারখানায় আসা বন্ধ করে দিয়ছেন।শ্রমিকরা বলছেন ঈদ আসলেই কেন মালিক পক্ষের এমন তালবাহানা। স্বাধীন গার্মেন্টস লিঃ(আলিফ গ্রুপ)এর প্রিন্টিং সেকশনের ইনপুট ম্যান রাকিবুল হাসান জানান,আমরা গত কয়েকদিন ধরেই ঈদ বোনাস,ছুটির টাকা,চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি।কিন্ত কোন সূরাহা হচ্ছে না।তিনি বলেন,অন্যান্য কারখানার শ্রমিকরা যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত। সারা বছর কাজ করে কোম্পানির জন্য। আর ঈদ আসলেই মালিক পক্ষ আমাদের সঙ্গে এমন আচরণ করেন। স্যাম্পল ম্যান শামসুদ্দিন বলেন,স্টাফরা গত পাঁচ মাসের বকেয়া বেতন পাবে।কিন্তু তারা তো শ্রমিকদের মতো বলতে পারছেনা। সামনে ঈদ তাদেরও পরিবার পরিজন আছে।বউ বাচ্চা আছে। তিনি বলেন,সারা বছর কাজ করে যদি ঈদের সময় এমন হয়নির স্বীকার হতে হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে?এ রিপোর্ট লেখা অবস্থায় শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,স্বাধীন গার্মেন্টস লিঃ(আলিফ গ্রুপ)এর শ্রমিকরা ঈদ বোনাস,গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে।তিনি আরো বলেন,মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন ২৫ মার্চ ঈদ বোনাস দিবে এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দিবে।কিন্তু শ্রমিকরা তা প্রত্যাক্ষান করে কর্ম বিরতি পালন করছেন।অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় আকরাম, মারুফ ও হাসান চেয়ারম্যান নির্বাচিত
খুলনায় আকরাম, মারুফ ও হাসান চেয়ারম্যান নির্বাচিত

খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন ও দিঘলিয়া উপজেলায় শেখ মারুফুল ইসলাম পুনরায় এবং তেরখাদা উপজেলায় আবুল হাসান Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ বুধবার ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের।

‘৪৫ হাজার পুলিশের চেয়ার বদল’
‘৪৫ হাজার পুলিশের চেয়ার বদল’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে পুলিশের চেয়ার রদবদল, বাংলাদেশে ক্রমবর্ধমান ডেঙ্গু সংক্রমণ, র‍্যাবের বিলুপ্তি চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সহ Read more

‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’
‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’

বিগত ১০ বছরে নানা অ‌ভি‌যো‌গে প্রথম থেকে নবম গ্রেডের ১৮১জন সরকারি কর্মকর্তার বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জনপ্রশাসনমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন