জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় ১ দিন রিমান্ড বেড়েছে। এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষে মো. আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি ৮৫ দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক, অসুস্থ মানুষ। তার রিমান্ড বাতিলেন প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ
থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ

মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তে শনিবার নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন