ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে আজ বুধবার (১৯ মার্চ) রয়েছে তিনটি ম্যাচ। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বেও আছে তিনটি ম্যাচ। এছাড়া মেয়েদের চ্যাম্পিয়নস লিগে আছে দুটি ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগব্রাদার্স ইউনিয়ন-গুলশান : সকাল ৯টা, টি স্পোর্টসপারটেক্স-রূপগঞ্জ টাইগার্স : সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেলশাইনপুকুর-অগ্রণী ব্যাংক : সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেলফিফা বিশ্বকাপ বাছাইলাইবেরিয়া-তিউনিসিয়া :রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইটমধ্য আফ্রিকান প্রজাতন্ত্র-মাদাগাস্কার : রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইটইসোয়াতিনি-ক্যামেরুন : রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইটমেয়েদের চ্যাম্পিয়নস লিগভলফসবুর্গ-বার্সেলোনা : রাত ১১-৪৫ মি., ডিএজেডএন ইউটিউব চ্যানেলম্যানচেস্টার সিটি-চেলসি : রাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেলএবি
Source: সময়ের কন্ঠস্বর