বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে ছাত্র-জনতার উপর গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনায় ২টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। তবে মামলার প্রধান আসামী যুবলীগ নেতা সালাহ উদ্দিন টিপু রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এদিকে গ্রেফতারের কয়েক দিনের মধ্যে জামিনে বাহির হয়ে আসছে প্রায় ৪০ আসামী। তাইতো শঙ্কা প্রকাশ করছেন বাদী ও তার পরিবার। প্রাণভয়ে পালিয়ে ভেড়াচ্ছেন মামলার বাদী।জানা যায়, গত ৪আগষ্ট যুবলীগ নেতা সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর গুলি করে। এতে  সাদ আল আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান পাটোয়ারী নামে চার শিক্ষার্থী নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত দুই শতাধিক ছাত্র জনতা।এসব ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায়  হত্যা ও বিষ্ফোরক আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে পুলিশ ও ভুক্তভোগী পরিবার। চার মামলায় প্রায় ১৫শ জন কে আসামি করা হয়েছে।ইতোমধ্যে শতাধিক আসামীকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের কয়েক দিনের মধ্যে হত্যা মামলার অনেক আসামি জামিনে বেরিয়ে এসেছে। তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ বাবর, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাশিপ) এর জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন, সেচ্ছাসেবেকলীগের সাবেক সদস্য সচিব শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের সাবেক জেলা সভাপতি ওমর হোসাইন ভুলু, জেলা যুবলীগ নেতা পরাণ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মারুফ হোসেন সুজন, দালাল বাজার  ইউনিয়ন যুবলীগ নেতা রাজনসহ প্রায় ৪০জন।অভিযোগ রয়েছে একটি মহল মামলার বাদীকে চাপ দিয়ে এসব হত্যা মামলার আসামিদের জামিন করাতে বাধ্য করছেন।৪ আগষ্টে গুলিতে শহীদ আফনানের মা নাছিমা আক্তার সময়ের কন্ঠস্বরকে বলেন, সন্ত্রাসীরা গুলি করে ও পিটিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচারের জন্য মামলা করেছি। মামলা তুলে নিতে সন্ত্রাসীরা বিভিন্ন নম্বর থেকে ফোনে হুমকি দিচ্ছে। বাড়িতে বিভিন্ন লোক পাঠাচ্ছে। মামলার পর থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি। অথচ অনেক আসামী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। আবার যারা গ্রেফতার হচ্ছে তারা কয়দিন পর জামিনে বেরিয়ে আসছে।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মোবারক হোসাইন ও ফজলুল হক সময়ের কন্ঠস্বরকে বলেন, আমরা প্রায় শতাধিক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আসামীরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আরমান হোসাইন সময়ের কন্ঠস্বরকে বলেন, জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছে। চার শিক্ষার্থীকে হত্যা করেছে। দুই শতাধিক ছাত্র জনতাকে আহত করেছে। তারা এখনো গ্রেফতার হচ্ছে না। যাদের কে ছাত্র জনতা আটক করে পুলিশে দিচ্ছে তারাও কয়েক দিনের মধ্যে জামিনে বাহির হয়ে আসছে। অন্য দিকে মামলার বাদীকে সন্ত্রাসীদের হুমকির কারনে পালিয়ে বেড়াতে হচ্ছে।এটা আসলেই আমাদের জন্য দুঃখজনক। রাষ্ট্রের এতো এতো আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তাকার পরও প্রধান আসামিসহ গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেফতার করতে ব্যার্থ হওয়া। এটি দেশের নিরাপত্তার জন্য হুমকি। আগামী বাংলাদেশ জন্য হুমকি।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট হাসিবুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, প্রধান আসামি সহ এখনো অনেক আসামী আত্মগোপনে রয়েছে। কিছু আসামি গ্রেফতার হয়েছে। আবার অনেকে জামিনে বেরিয়ে আসছে। পুলিশ আরও সক্রিয় হলে বাকি আসামি গ্রেফতার হবে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী সময়ের কন্ঠস্বরকে বলেন, চার আগষ্ট প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে চার শিক্ষার্থীকে হত্যা করেছে। অনেক মানুষকে আহত করেছে। কিন্তু সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে না। দুই একজন গ্রেফতার হলেও তারা জামিনে বেরিয়ে আসছে। এটা দুঃখজনক। অথচ অতীতে ৫৪ ধারায় গ্রেফতার করে বছরের পর বছর নিরাপরাধ মানুষকে জেল বন্ধি করে রেখেছে। আমরা চাই সকল আসামীকে গ্রেফতার করে রাষ্ট্র সুষ্ঠ বিচার নিশ্চিত করবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা
কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিহত করতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্যোগে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের Read more

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ
নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রায়হান ইসলাম (১৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর Read more

গিয়েছিল কাজে, ফিরেছে লাশ হয়ে
গিয়েছিল কাজে, ফিরেছে লাশ হয়ে

৩ জনের সংসার। এক দিন কাজে না গেলে চুলা জ্বলে না। মেয়ের পড়াশোনার খরচ চলে না। গত ৪ আগস্ট সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন