চাঁপাইনাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ।ফেরতকৃত বাংলাদেশী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে মোঃ আলমগীর শেখ(২৭)।৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির—উজ—জামান, সোমবার রাত সোয়া ৮ টার সময় রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ৭/৯—এস এর নিকট দিয়ে বাংলাদেশী জেলে আলমগীর শেখ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভূলক্রমে ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।  পরে ৫৩ বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান।প্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় সীমান্ত পিলার ১০/৪—এস এর নিকট বিজিবি—বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়। শেষে ফেরতকৃত বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীনে যাওয়ায় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন