পঞ্চগড়ে অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জেলা কমিটি। সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসক সাবেত আলীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বাপা’র জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। এই সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বড়বিল্লা, দর্জিপাড়া, ভজনপুরসহ বিভিং এলাকায় প্রকাশ্যে দিন-দুপুরে এবং রাতের আধারে নির্বিঘ্নে পরিবেশ ঘাতক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ভূ-গর্ভন্থের গভীর থেকে অবাধে পাথর উত্তোলন চলছে। যার ফলে ধ্বংস হতে চলেছে এলাকার প্রাণ, প্রকৃতি ও পরিবেশ। মাটির গভীর থেকে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে পাথর উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ঝুঁকি এই অঞ্চলে ক্রমশঃ বেড়েই চলেছে।বিভিন্ন সময়ে ঐসব ড্রিল ড্রেজার মেশিন আটক করা হলেও তাদের বিরুদ্ধে প্রশাসন কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি বা কোন মামলা হয়নি।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০২৩ সালের ২৩ মার্চ ০৫টি ড্রেজার মেশিন, ২০ জুন ০৬টি ড্রেজার মেশিন, গত ২১ জুন ০৩টি ড্রেজার মেশিন সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করলেও শুধুমাত্র লোক দেখানো জিডি করা হয় কিন্তু কোন মামলা হয়নি।এরই মধ্যে খনিজ মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত পাথর কোয়ারী ইজারা প্রদান স্থগিত আদেশ বাতিল করার স্মারক নং ২৮.০০.০০০০.০২৮.৩১.০০৪.১৮.১২ ১৩/০১/২০২৫ ইং তারিখের প্রজ্ঞাপনটির ভুল অপব্যাখ্যা দিয়ে পঞ্চগড় জেলার সমতল জমি থেকে পাথর উত্তোলনে সরকার অনুমোদন দিয়েছে মর্মে কতিপয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী ড্রিল ড্রেজারমেশিন দিয়ে অবাধে পাথর উত্তোলন করছে।সম্প্রতি গত ০১ ফেব্রুয়ারী জসিম ড্রাইভারের ০১টি, ০২ ফেব্রুয়ারী ফরজন মিস্ত্রির ০১ টি, পিয়ার আলীর ০২টি, সুমন ড্রাইভারের ০১টি, ইনছান আলীর ০২টি ড্রেজারমেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু করে।এরমধ্যে গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথ অভিযানে সরেজমিনে তেঁতুলিয়ার সংগঠন কীর্তন পাড়া এলাকায় অবৈধ ড্রিল ড্রেজারমেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় হাতেনাতে ড্রিল ড্রেজার মেশিনসহ কতিপয় ব্যক্তিকে দেখতে পেলে মেশিনগুলোর পাইপ ভেংগে দেয়। এই সময় পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়। যা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া পঞ্চগড় সদর উপজেলার স্যতমেরা ইউনিয়নের অমরখানা, খেঁকিপাড়া, ভেলকুপাড়া, আমতলাসহ বিভিন্ন স্থানে অবাধে সন্ত্রাসী কায়দায় ড্রিল ড্রেজারমেশিন দিয়ে সমতল ফসলী জমির গভীর থেকে পাথর উত্তোলন অব্যাহত আছে।বাপা’র জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের বলেন, বেশ কয়েক বছর বন্ধ থাকার পর তেঁতুলিয়ায় আবারো ড্রিল ড্রেজার মেশিন ব্যববার করে পাথর উত্তোলন চালু হয়েছে। প্রকৃতিতে বিরূপ প্রভাব ঠেকাতে এবং ড্রিল ড্রেজার মেশিন বন্ধে ও দোষীদের আইনের আওতায় আনতে আজ বাপ’র পক্ষ থেকে পরিবেশ উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ডের আরেক নাম ইয়ামাল
রেকর্ডের আরেক নাম ইয়ামাল

ইউরোর ফাইনালে লামিনে ইয়ামাল যখন মাঠে নামলেন তখন তার বয়স ১৭ বছর ২ দিন। স্পেন এবার তাকে জাতীয় দলে নিয়ে Read more

কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার
কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার

রূপের দ্যুতি ছড়াচ্ছেন পঞ্চাশের গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। 

উৎপাদন বাড়াতে ভালো বীজ সরবরাহ করতে হবে: কৃষি উপদেষ্টা 
উৎপাদন বাড়াতে ভালো বীজ সরবরাহ করতে হবে: কৃষি উপদেষ্টা 

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উৎপাদন বাড়াতে ভালো বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন