বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার নামক এক নারী।শনিবার (১২ এপ্রিল) স্মৃতি রানী সমদ্দার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। এসময় তার সঙ্গে স্বামী শিশির রঞ্জন সমদ্দার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী সমদ্দার বলেন, “আমার ছেলে প্রান্ত সমদ্দার (Prana Samadder) ফেসবুক আইডি ব্যবহার করে। উক্ত আইডিটি-ই তার প্রকৃত আইডি।কিন্তু গত ১৫/১০/২০২১ তারিখ “pranta somadder”নামক অপর একটি ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দেয়া হয়। সঙ্গে সঙ্গে উক্ত পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।পরবর্তীতে ১৬/১০/২০২১ তারিখ পাথরঘাটা উপজেলার কিরনপুর গ্রামের আ: আউয়াল মোল্লার ছেলে আর:সবুর আমার ছেলে প্রান্ত সমদ্দারকে আসামীর করে একটি মামলা করে। উক্ত মামলার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ছেলেকে তার বাবা শিশির রঞ্জন সমদ্দার আইনের হাতে তুলে দেন। অথচ আমাদের ছেলে উক্ত অপরাধের সঙ্গে জড়িত-ই ছিল না। আমাদের ছেলে ১৭দিন জেল খাটে। এখনো উক্ত মামলাটি চলোমান আছে। এরপরে ২০২৩ সালের ২৯সেপ্টেম্বর “pranta somadder” নামের সেই ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। এরপরে ২০২৩ সালের ১৫ডিসেম্বর আবারো “যাযাবরের উপাখ্যান” নামে ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। পরবর্তীতে যেহেতু প্রান্ত সমদ্দার pranta samadder আমাদের ছেলের আইডি থেকে পোস্ট করা হয়নি বরং ‘pranta somadder’ ভুয়া বা ফেক আইডি থেকে পোস্ট হয়েছে।তাই আমার ছেলে সহ পরিবারের জীবনের নিরাপত্তার জন্য পাথরঘাটা থানায় ৩০/০৯/২০২৩ জিডি করি। যার নম্বর ১৪১৭। এরপরে গত ০৪/০৪/২০২৫ শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে আমাদের বাড়িতে পাথরঘাটা থানাপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। এসময় তারা জানায় যে, আমাদের ছেলে প্রান্ত সমদ্দার কর্তৃক নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে।যারফলে স্থানীয় পর্যায়ে সহিংসতা হতে পারে।সংবাদ সম্মেলনে স্মৃতি রানী সমদ্দার বলেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় মানুষ শত্রুতার কারণে আমার ছেলের বিরুদ্ধে এহেন অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্টের কারনে আমার পরিবারের সদস্যদের জীবন নিরাপত্তাহিন। সবশেষে গত ০৬/০৪/২০২৫ জীবনের নিরাপত্তার জন্য আবার জিডি করতে বাধ্য হয়েছি। যার নম্বর ২৫৩। আমরা সংখ্যালঘু যে কোন সময় সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে আমাদের জীবননাশ হতে পারে। বিষয়টি সকল গণমাধ্যম কর্মীদের নজরে এনে সকলের মিডিয়ায় তুলে ধরার দাবী জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে ।এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, প্রান্ত সমদ্দার ফেসবুকে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি মুলক পোস্ট করে এমন অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রান্ত সমদ্দার ও তার পরিবার জড়িত নয় দাবি করে তার পাথরঘাটা থানায় দুটি সাধারণ ডায়রি করেছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।তিনি আরো জানান, যাতে করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে পরিবেশ অশান্ত করতে না পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ
শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ

কয়েকদিন ধরে ব্যাংকগুলোতে নানা দাবি নিয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকতে ব্যাংকগুলো নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় Read more

কৃ‌ষি গু‌চ্ছর ভ‌র্তি পরীক্ষার সময় পরিবর্তন
কৃ‌ষি গু‌চ্ছর ভ‌র্তি পরীক্ষার সময় পরিবর্তন

২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় প‌রিবর্তন হ‌য়ে‌ছে। সং‌শো‌ধিত সময় অনুযায়ী আগামী ১২ এপ্রিল ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন