টাঙ্গাইলের মির্জাপুরে ভূয়া র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে জনতার হাতে আটক হয়েছেন হানিফ খান (৪৫) নামে এক সাবেক আনসার সদস্য।রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটক হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক আনসার সদস্য হানিফ খান মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যান। এক পর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির নিকট চাঁদা দাবি করেন। এ সময় তিনি ত্রিশ হাজার টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রতি দেন। সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। প্রথমে তিনি টাঙ্গাইল র‌্যাব ১৪ এর সদস্য বলে দাবি করেন। জেড়ার মুখে তিনি সাবেক আনসার সদস্য বলে স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে থাকা সাবেক আনসার সদস্যের পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চত হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।এ বিষয়ে তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন পূর্বে আটককৃত ওই সাবেক আনসার সদস্য র‌্যাব পরিচয় দিয়ে মুঠোফোনে স্থানীয় কয়েক জনের নিকট চাঁদা দাবি করেন।এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ৩ রোভার স্কাউট সদস্যের হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণ শুরু
গোপালগঞ্জে ৩ রোভার স্কাউট সদস্যের হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণ শুরু

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে গোপালগঞ্জ জেলা রোভারের তিন সদস্য।

কিশোরগঞ্জে হাওরের পানিতে যুবক নিখোঁজ
কিশোরগঞ্জে হাওরের পানিতে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে পানির স্রোতে আবিদ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

চবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের
চবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন