ইসলাম ধর্ম ও ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।আবারো নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, পরে প্রশাসনের বিচার নিয়ে গড়িমসি দেখে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার সময় শিক্ষার্থীরা প্রথমে অভিযোগ নিয়ে ফার্মেসি বিভাগে অভিযোগ দিতে যান এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় না বসতে দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে বিভাগ থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবণে বিচারের দাবীতে অবস্থান নেন শিক্ষার্থীরা।গত সপ্তাহে ইউআরপি বিভাগের দুই শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশিষ্ট ইসলামিক বক্তা ড. জাকির নায়েক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এক দিনের আলটিমেটাম দেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।এদিকে, গতকাল শনিবার ফার্মেসি বিভাগের হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ থেকে ইসলাম ধর্ম, এর বিধিবিধান ও নিয়ম-কানুন নিয়ে হাস্যরস ও কটূক্তিমূলক কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভ আরও বেড়ে যায় এবং শিক্ষার্থীরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্যমতে, বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কালক্ষেপণ করছে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। নইলে আমাদের আন্দোলন চলবে।”বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর কামরুজ্জামান খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান,”শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”তবে শিক্ষার্থীরা তদন্ত কমিটির আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রমানিত দোষীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনিক ভবণসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাৎক্ষণিক বিচারের দাবী তোলেন।প্রক্টর সূত্রে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক
রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক

রাশিয়ায় একটি মালবাহী লরির সঙ্গে ট্রেনের ধাক্কায় অন্তত দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। সোমবার ভলগোগ্রাদ অঞ্চলে এই দুর্ঘটনায় ট্রেনের Read more

মুশতাকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি
মুশতাকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি

৫২ টেস্টে ১৮৫ উইকেট। ১৪৪ ওয়ানডেতে সংখ্যাটা ১৬১। ৯২’র বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। বল হাতে লেগ স্পিনে মায়াময় ঘূর্ণি তার।

এমভি আবদুল্লাহ পাহারায় যুদ্ধজাহাজ, ঘেরা হয়েছে কাঁটাতার দিয়ে
এমভি আবদুল্লাহ পাহারায় যুদ্ধজাহাজ, ঘেরা হয়েছে কাঁটাতার দিয়ে

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখনো উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা অতিক্রম করেনি।

উপদেষ্টা মাহফুজ-আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ
উপদেষ্টা মাহফুজ-আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি Read more

কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার
কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার

রূপের দ্যুতি ছড়াচ্ছেন পঞ্চাশের গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। 

ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা আসিফ
ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: উপদেষ্টা আসিফ

সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন