মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন (রহ.)’র হত্যাকান্ডের বিচার দাবিতে গত ৫ মে অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে বিনা উস্কানিতে পুলিশি হামলায় আহত হয় শতাধিক নেতাকর্মী। এসময় গ্রেফতার করা হয় ছাত্রসেনার ২৭ জন কর্মীকে। ১৯ দিন কারাবাসের পর গতকাল আদালত তাদের জামিন মঞ্জুর করেন। রবিবার (২৫ মে) বিকেলে কারামুক্ত সেনাকর্মীদের জেলগেটে বরণ এবং দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা, ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল আসাদ জুবাইর রেজভি, মাওলানা আব্দুল আজিজ রেজভি, বাংলাদেশ লইয়ার্স ফ্রন্টের আহবায়ক এডভোকেট আবু নাসের তালুকদার, সদস্য সচিব এডভোকেট ফরিদুল ইসলাম, এম. সোলাইমান ফরিদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, এম. মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ এনাম রেজা, মাওলানা সোহাইল আনছারি, আলমগীর বঈদি, আজাদ হোসাইন, কারামুক্ত নেতা মাওলানা আব্দুল হামিদ রেজভি, মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরি, মাওলানা এনাম, বুরহান, রাকিব, মোস্তফা হোসেন শোয়াইব, জাহেদ, আবু সুফিয়ান মোয়াজ্জেম, মঈনুদ্দিন, আবু বকর, ইয়ামলিহা, জসিম উদ্দিন, জিয়াউদ্দিন, আতিক জাওয়াদ, এমরান উদ্দিন সহ নেতৃবৃন্দ। এনআই
Source: সময়ের কন্ঠস্বর