ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে উপজেলার দক্ষিণ শিরগ্রাম এলাকার রজব আলী মীরের ছেলে সৈয়দ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন তিনি।এদিকে রোববার (১৬ মার্চ) সকালে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সৈয়দ সোহেল এলাকায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে পরিচিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সৈয়দ সোহেল পরিকল্পিত ভাবে বর্তমান সরকারের বিপক্ষে কথাবার্তায় লিপ্ত থাকে। সেইসঙ্গে শেখ হাসিনা সরকার যেকোন বিনিময়ে দেশে এসে সরকার গঠন করবে মর্মে সমাজে প্রচার করতে থাকে। বর্তমান সরকার বিরোধী কথাবার্তা বলার কারণে স্থানীয় লোকদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করার কারণে স্থানীয়রা বিষয়টি আমাকে জানায়। পরবর্তীতে আমি সৈয়দ সোহেলকে এধরণের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বললে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে সম্প্রতি সৈয়দ সোহেলের ব্যবহৃত ‘স্বপ্নের পৃথিবী’ নামক একটি ফেসবুক আইডি থেকে আমাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা ও বানোয়াট পোস্ট করেন। আমির হোসেন বলেন, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা প্রপাগন্ডা ছড়ানো হয়েছে। এতে আমার অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। এধরণের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ জানান, মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে গুজব লীগে পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার তারই প্রমাণ করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রাখছি।তবে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সোহেল ঘটনার অস্বীকার করে বলেন, এধরণের কোন পোস্ট আমি ফেসবুকে করিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন কোন চাঁদাবাজির সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের প্রতিত্তোরে তিনি বলেন, এরকম কোন অভিযোগ তার বিরুদ্ধে কখনও শুনিনি। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হচ্ছে।জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম দিন Read more

গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি
গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি

দেশজুড়ে প্রতারণার নতুন কৌশলে আতঙ্ক ছড়াচ্ছে ‘মিস্ট্রাল এআই’ নামের একটি অনলাইন ভিত্তিক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাসের মধ্যে Read more

লক্ষ্মীপুরে শহীদ পরিবার ও আহতদের সম্মানে এনসিপি’র ইফতার
লক্ষ্মীপুরে শহীদ পরিবার ও আহতদের সম্মানে এনসিপি’র ইফতার

জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলায় শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ মার্চ) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন