রাজশাহীর বাঘায় মারুফ ইসলাম বক্কর (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনা ঘটে আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে।জানা যায়, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার কাঠমিস্ত্রী কামরুল ইসলামের ছেলে মারুফ ইসলাম বক্কর। সে স্থানীয় একটি মাদ্রাসাতে পড়াশোনা করলেও পড়াশোনাতে খুবই অমনোযোগী। মাঝের মধ্যেই কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি চলে। শনিবার সকালে একই ভাবে মাদ্রাসা নিজ বাড়িতে চলে আসে ফলে তার বাবা মা বকাবকি করে। পরে বক্করের বাবা মা কাজের জন্য বাহিরে যায়। এমন সময় বক্কর তার সোবার ঘরে তীরের সাথে উড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে গ্রামের মানুষের মাধ্যমে কাজ করা অবস্থায় জানতে পারে তার সন্তান আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বাঘা থানায় একটি ইউডি মামলা হচ্ছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর