সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার (১৫ মার্চ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ গ্রামে ২৬৫টি ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫২৬জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৫ হাজার ৯৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এতে ৫১জন স্বাস্থ্য সহকারী, ১২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৬ জন স্বাস্থ্য পরিদর্শক, ১১ জন পরিবার কল্যাণ পরিদর্শক, হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি এবং টিকাদান ইপিআই কেন্দ্রে ৫৩০ জন কর্মী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজ করেছেন।ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্ভোদনী দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।এসময় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু তাদের একটি অংশ অপুষ্টিতে ভুগছে। ভিটামিনের অভাবে রাত কানা ও অন্ধত্ব জনিত রোগে আক্রান্ত হতো অনেক শিশু। বছরে ২ বার ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। তাই ছয় মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া খুবই জরুরী।এন আই
Source: সময়ের কন্ঠস্বর