পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৭) নামের এক শিশু মারা গেছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা সোলায়মান হোসেন (৪০)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন।শনিবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সোলায়মানের ছেলে।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, শিশু পুত্র জোনায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাবা সোলায়মান। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে ছেড়ে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই শিশু জোনায়েদ মারা যায় ও তার বাবা গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে থানা-পুলিশ। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনার সার্কুলার সড়ক এখন ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ 
ইনার সার্কুলার সড়ক এখন ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ 

রাজধানীর রায়েরবাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা সেতু পর্যন্ত আট লেন বিশিষ্ট ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক Read more

জেন-জি প্রজন্ম কারা? 
জেন-জি প্রজন্ম কারা? 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেন-জি’ শব্দটি খুব বেশি ব্যবহার হচ্ছে। ‘জেন জি’ এর পূর্ণ রূপ হলো জেনারেশন জেড’ (Generation z)।

বক্স অফিসের দৌড়ে কতটা এগিয়ে কার্তিক
বক্স অফিসের দৌড়ে কতটা এগিয়ে কার্তিক

রোমান্টিক সিনেমার জন্য পরিচিত কার্তিক আরিয়ান এ সিনেমায় একেবারেই ভিন্নরূপে হাজির হয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন