রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে বিষয়টি জানা যায়।আওয়াল কবির জয়ের বরখাস্তের বিষয়ে গত বুধবার রেজিস্ট্রার অফিস থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, “জনাব ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গত ৭/১১/২০২৪ খ্রি. থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ এবং মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়ালি ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসঙ্গত আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা এবং পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সে প্রেক্ষিতে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”তদন্ত করে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি পূর্বের প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাস অনলাইনে ক্লাস নেন। নতুন প্রশাসন আসার পর অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে তা দেওয়া হয়নি। এরপর গত ৭ নভেম্বর থেকে তিনি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। প্রশাসন থেকে তাকে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন।এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা সাময়িক খুশি। তবে আমরা এই খুনির স্থায়ী বহিষ্কার চাই। একজন খুনির জায়গা কখনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। প্রশাসন যেন নিশ্চিত করে যে ভবিষ্যতে এই খুনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে, সেটাই আমাদের দাবি।”আওয়াল কবির জয় ২০১০ সালের ২৮ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার তিন নম্বর আসামি ছিলেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিকনিকের নৌকা থেকে যুবক নিখোঁজ, একদিন পর মিললো মরদেহ 
পিকনিকের নৌকা থেকে যুবক নিখোঁজ, একদিন পর মিললো মরদেহ 

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকা আটকিয়ে দুর্বৃত্তের হামলার ঘটনায় মো. নুরুজ্জামান (৩০) নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনার একদিন পর Read more

ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনায় নারী দিবস
ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনায় নারী দিবস

নারী শব্দটি শুনতে ছোট হলেও এর অর্থ ব্যাপক। সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা-সকল ক্ষেত্রেই রয়েছে নারীর ভূমিকা। দেশের সামাজিক, Read more

চাঁপাইনবাবগঞ্জে কলেজ ক্যাম্পাস থেকে পাঁচটি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে কলেজ ক্যাম্পাস থেকে পাঁচটি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ককটেলগুলো উদ্ধার Read more

তাইওয়ানে ৫.৪ মাত্রার ভূমিকম্প
তাইওয়ানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের উত্তর -পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ কম্পন অনুভূত হয়েছে।

‘কোনো কর্মকর্তা দুর্নীতি করলে, তা ব্যক্তিগত; বাহিনীর বিষয় নয়’ 
‘কোনো কর্মকর্তা দুর্নীতি করলে, তা ব্যক্তিগত; বাহিনীর বিষয় নয়’ 

সম্প্রতি সাংবাদিকতা বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন Read more

সিরাজদিখানে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী কালীপূজায় লাখো মানুষের ঢল
সিরাজদিখানে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী কালীপূজায় লাখো মানুষের ঢল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতী নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ৫৩১ বছরের ঐতিহ্যবাহী কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন