নারী শব্দটি শুনতে ছোট হলেও এর অর্থ ব্যাপক। সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা-সকল ক্ষেত্রেই রয়েছে নারীর ভূমিকা। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল খাতে তাদের স্বাক্ষরতার দৃষ্টান্তে চোখ আটকে যায়। তবুও নারীরা আজ ভুগছে নিরাপত্তাহীনতায়। দিন দিন বেড়েই চলছে নারীর প্রতি সহিংসতা।আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। দিবসটি উপলক্ষে নারীর চাওয়া-পাওয়া ও স্বাধীনতা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কয়েকজন শিক্ষার্থীর ভাবনা ও মতামত তুলে ধরেছেন মো. রাকিবুল ইসলাম।উম্মেহানি আক্তার জেসি, অর্থনীতি বিভাগ: ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ নারীকে প্রাধান্য দিয়ে এই কথাটি বলা হলেও বাস্তবতা ভিন্ন। আধুনিক সমাজে নারীরা আগের চেয়ে এগিয়ে গেলেও এখনো নানা বাধার সম্মুখীন পারিবারিক, সামাজিক, কর্মক্ষেত্রে বৈষম্য, নির্যাতন ও নিরাপত্তাহীনতা তাদের পথ কঠিন করে তুলছে। বিশ্বব্যাপী নারীরা সম-অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য লড়াই করে আসছে। এই লড়াই শুধুমাত্র ব্যক্তি নয় পুরো সমাজের দায়িত্ব। তাই নারী দিবসে কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি এক নিরবচ্ছিন্ন আন্দোলন। যা নারীদের অধিকার, নিরাপত্তা ও স্বনির্ভরতার দাবি তোলে। নারীদের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন সমাজ তাদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করবে। শুধু কথায় নয়, বাস্তব কর্মসূচির মাধ্যমেই নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।সুমাইয়া ইয়াসমিন লুনা, ব্যবসায় প্রশাসন বিভাগ: সমাজে বহুদিন ধরে নারীদের শক্তিকে অবমূল্যায়ন করা হয়েছে। তাদের বলা হয়েছে, ‘না, তুমি পারবে না।’ কিন্তু ইতিহাস সাক্ষী, নারীরা এই ‘না’ শব্দটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং নিজেদের অসাধারণ শক্তি দিয়ে তার জবাব দিয়েছে। নারী শুধু সংসারের নয়, পুরো সমাজের ভিত্তি। তাদের ধৈর্য, সাহস, আত্মত্যাগ এবং লড়াই আজকের পৃথিবীকে আরও সমৃদ্ধ করেছে। নারীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, ব্যবসায়ী, পুলিশ, সেনাবাহিনী, রাজনীতিবিদসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন নারীশিক্ষার পথিকৃৎ, যিনি মুসলিম নারীদের শিক্ষার জন্য লড়াই করেছেন। সমাজে একটি কথা প্রচলন ছিলো তা হচ্ছে- নারীরা ঘরের বাইরে গেলে পরিবার ভেঙে যায়। কিন্তু আজকের সমাজ দেখছে, নারীরা এগিয়ে যাওয়াই আসলে একটি উন্নত ভবিষ্যতের প্রতীক। নারীশিক্ষা এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সমান সুযোগ নিয়ে আলোচনা হচ্ছে। নারী শক্তির আসল রূপ হলো তারা ‘না’  শব্দকে ভয় পায় না, বরং এটিকে নিজের শক্তিতে পরিণত করে। তারা চ্যালেঞ্জকে গ্রহণ করে, সীমাবদ্ধতাকে ভেঙে সামনে এগিয়ে যায়। আজকের বিশ্ব নারী দিবসে আমাদের প্রতিজ্ঞা করা উচিত নারীর প্রতি সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করা।সুইটি পালমা, অর্থনীতি বিভাগ: আমি জয়িতা। আজ আমি যখন সুযোগ পেলাম তখন আমি আমার জীবনের গল্পই বলবো। আমার বাবা বলেছিলেন, মেয়েদের ছোটবেলাতে বাবার উপর নির্ভর করতে হয়, বড় হয়ে স্বামীর উপর নির্ভর করতে হয়, বৃদ্ধ বয়সে ছেলের উপর নির্ভর করতে হয়। আসলেই কি তাই? রাণী এলিজাবেথকেও কি এমনটা করতে হয়েছিলো? না না রাণী এলিজাবেথকে এভাবে চলতে হয়নি অন্যের উপর নির্ভর করে। এই যে আমি আজ কথা বলতে পারছি। সময় পাল্টে গেছে নিশ্চয়ই। আমি নারী, আমি বেশি কিছু চাই না। আমি চাই আমার দেশে থাকবে সুন্দর দৃষ্টিভঙ্গির মানুষ, যেখানে সন্ধ্যায় বাইরে বের হতে দশবার ভাবতে হবে না। ইতিহাস সাক্ষী আছে নারীরা কীভাবে পর্দা ঠেলে বাইরে বের হয়ে এসেছে। বেগম রোকেয়া তার উৎকৃষ্ট উদাহরণ। অন্যায়-অবিচারের বিরুদ্ধে বারবার নারী শক্তি জাগ্রত হোক, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক  সম্মান প্রতিষ্ঠীত হোক। নারী শক্তির জাগরণেই এই সম্মান সমাজে প্রতিষ্ঠা হওয়া সম্ভব। তাই নজরুলের গানের ভাষায় বলতে চাই, জাগো নারী জাগো বহ্নি-শিখা, জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা।তাহেরা ইসলাম তনিমা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ: নারী শক্তি মানে শুধু শারীরিক শক্তি নয় এটি মানসিক দৃঢ়তা, সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের এক অপরিসীম শক্তির প্রতীক। নারী শক্তি সেই ক্ষমতা যা পরিবার থেকে সমাজ, শিক্ষা থেকে কর্মক্ষেত্র প্রত্যেকটি স্তরে পরিবর্তন আনতে পারে। নারীরা তাদের সাহস, ধৈর্য ও নেতৃত্বের গুণে যুগে যুগে ইতিহাস তৈরি করেছেন। তারা মা হয়ে সন্তানকে গড়ে তোলেন, কর্মজীবনে সফল হয়ে সমাজের রূপান্তরের পথ তৈরি করেন এবং নিজের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করেন। নারী শক্তির আসল সৌন্দর্য হলো তারা যত্নশীল হলেও দুর্বল নন, কোমল হলেও অটুট। তারা এক হাতে সংসার সামলান এবং অন্য হাতে সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন। আসুন আমরা নারী শক্তিকে কেবল উদযাপন নয়, সম্মান করি প্রতিদিন। প্রত্যেক নারী যেন তার যোগ্য সম্মান ও সুযোগ পায়, সেই লক্ষ্যে এগিয়ে যাই। কারণ নারী শক্তি জাগ্রত হলে বদলে যায় সমাজ, বদলে যায় বিশ্ব।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২০’-এর প্রচারণা
টঙ্গীতে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২০’-এর প্রচারণা

‘ননস্টপ মিলিয়নিয়ার-৩০ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার’ স্লোগানে টঙ্গীতে আয়োজিত হয়েছে ‘ওয়ালটন ডিজিটাল Read more

মেহেরপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরি
মেহেরপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে এবং ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ৮ লক্ষ Read more

সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা
সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা

বৃষ্টিপাত কমায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছিলো গত কিছুদিন ধরে। তবে জুলাইয়ের প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন