কুষ্টিয়ার মিরপুরে তামাকের মাঠ থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে তামাকের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কাল পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন এ নারী। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বারুইপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জিন্নাহ আলী বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পায়। তবে এ নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যার কারণ বের করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা
রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

গত ৩০ মার্চ রাজশাহীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

চলন্ত অবস্থায় সড়কে উল্টে গেলো বাস, নিহত ১
চলন্ত অবস্থায় সড়কে উল্টে গেলো বাস, নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় চলন্ত অবস্থায় একটি বাস সড়কে উল্টে গিয়ে সুপারভাইজার নিহত হয়েছেন।

ইন্টারনেটের গতি ফিরতে সময় লাগবে এক মাস
ইন্টারনেটের গতি ফিরতে সময় লাগবে এক মাস

দেশে সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হয়। শুক্রবার রাত ১২টায় দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে Read more

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বশেমুরবিপ্রবির প্রধান ফটক
অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বশেমুরবিপ্রবির প্রধান ফটক

২০১৪ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পাশ হয়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন