নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যার অভিযোগ এনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।  শুক্রবার (১৪ মার্চ) বিকেলে অভিযোগের পাশাপাশি থানা চত্বরে অবস্থিত চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়,২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। নির্বাচনী গণসংযোগের নিয়ন্ত্রনহীন গাড়ি বহরে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে নান্নু ফকিরের একটি বড় (গর্ভবতী) ছাগল মারা যায়। ৬ বছর পূর্বেই ছাগলের আনুমানিক বাজার মুল্য ছিলো প্রায় ৩০ হাজার টাকা। তিনি হতদরিদ্র মানুষ। ছাগলের মৃত্যুর পর জাহিদুল ইসলাম ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। ছাগলটি নান্নু ফকিরের দাদির অনেক প্রিয় ছিলো। নান্নুর দাদির মৃত্যুর পরেও বার বার ছাগলের ক্ষতিপূরণ নিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ,হুমকি দিয়ে ফিরিয়ে দেয়।নান্নু ফকির জানান,‘ সম্প্রতি গভীর রাতে তার মৃত দাদি স্বপ্নের মধ্যে এসে তাকে বলেছেন ছাগল হত্যাকারীর বিচার করার জন্য। এ কারনে তিনি গুরুদাসপুর থানায় ছাগল হত্যার ঘটনায় গুরুদাসপুর থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের নামে বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় তখন বিভিন্ন স্থানে বিচার চেয়েও পাননি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানী করেছে। এমনকি মসজিদ মাদরাসায় নাম ফুটানোর জন্য দান করেন তাও বাকিতে। সেই বকেয়া দানও তিনি দেননা।’পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মুঠোফনে দাবি করেন,‘এমন ঘটনা তার জানা নেই। নান্নু ফকির বেশ কিছুদিন পূর্বে মোবাইল ফোনে তাকে জানিয়েছিলো। আমি বলেছি সাক্ষাতে বসে সমস্যার সমাধান করা যাবে। সত্যিই যদি এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিবো।’এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন বলেন,‘নির্বাচনী গাড়ি বহরে চাকার নিচে পৃষ্ঠ হয়ে ছাগল মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ থানায় এসেছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

বেনজীরের চার ফ্ল্যাটের চাবি না থাকায় প্রবেশ করতে পারছে না দুদক
বেনজীরের চার ফ্ল্যাটের চাবি না থাকায় প্রবেশ করতে পারছে না দুদক

পুলিশেরর সাবেক মহারিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে কেনা গুলশানের যে চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে- সেগুলোর চাবি Read more

বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছেন না মাসরুর রিয়াজ
বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছেন না মাসরুর রিয়াজ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ থেকে অপারগতা প্রকাশ করেছেন ড. এম মাসরুর রিয়াজ।

ইসলামী ছাত্র মজলিস নোবিপ্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ছাত্র মজলিস নোবিপ্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন