নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি অফিস সংলগ্ন আত্রাই নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। নিহত ওয়াজেদ আলী পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী এবং পত্নীতলা বাজার এলাকার মহিলা দলের সভানেত্রী এবং হোমিওপ্যাথি চিকিৎসক রাবিয়া বেগমের নাতি। তার নানার নাম মৃত আব্দুল লতিফ সে জন্মের পর থেকে নানার বাড়িতে থাকতো। নিহত ওয়াজেদ আলীর বাবার বাড়ি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে।পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার পরীক্ষা শেষে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যান ওয়াজেদ আলী। এসময় পানিতে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার পক্রিয়া চলমান রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর