মুন্সিগঞ্জের গজারিয়ায় সওজের জায়গায় গড়ে উঠেছে মৌসুমী ফলের পাইকারী আড়ৎ।গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফেরিঘাটের অদুরে সড়ক ও জনপথ এর জায়গায় টিন ও কাঠের শেট তৈরী করে প্রায় ২৫ বছরের অধিক সময় ধরে ফলের পাইকারী আড়ৎ পরিচালনা করে আসছেন নাসির প্রধান, দ্বীল মিয়া,সেলিম ফরাজী,রিপন মিয়া,ইয়াসিন আক্তার ও সুমন মিয়াদের মতো ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী।সরজমিনে গেলে দেখা যায়, বরিশালের কালাইয়া লঞ্চঘাট থেকে মোঃ নূর হোসেন মাঝি”এমভি শীতল” কার্গোতে করে ১০ হাজার পিছ তরমুজ নিয়ে নোঙ্গর করেছেন গজারিয়া উপজেলার চরবাউশিয়া চেয়ারম্যান বাড়ির ঘাটে।বুধবার বিকাল সাড়ে ৪ টায় কথা হলো তার সাথে। চরবাউশিয়া ফেরিঘাটের নাসির প্রধানের আড়তের জন্য ৯৫ হাজার টাকা ভাড়ায় ওই তরমুজের চালান নিয়ে আসছেন তিনি। তাদের ভাষ্য মতে আড়ৎ থেকে প্রতিদিন গড়ে ৪৫  থেকে ৫০ লাখ টাকার ফল বিক্রি হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়,  ওই সকল আড়ৎদারগণ বরিশাল, পঞ্চগড় ও সিলেট অঞ্চল থেকে নৌ ও সড়ক পথে তরমুজ-বাঙ্গি এনে পাইকারী মূল্যে দেশের বিভিন্ন এলাকার খুচরা ফল বিক্রেতাদের নিকট বিক্রি করে থাকেন।আড়ৎদার দ্বীল মিয়া ও সেলিম ফরাজী বলেন, তাদের পাইকারী মোকাম হতে ঢাকা,কাঁচপুর,মদনপুর,আড়াই হাজার,নরসিংদী,কুমিল্লার হোমনা,বাতাকান্দী, গৌরিপুর বাজার,মতলব,রায়পুর,বাঞ্চারামপুরসহ বিভিন্ন এলাকায় তরমুজ সরবরাহ করা হয়।সূত্র জানায়, চলতি মৌসুমে তরমুজের দাম তুলনামুলক কম। তারা প্রতি শত তরমুজ আকার বেধে ৭ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করছেন।জানা যায়, ৯০ এর দশকের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও দাউদকান্দী ফেরি ঘাট রাতদিন যানবাহন পারাপারের কারণে যাত্রী-চালক তাদের সহকারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে সরগরম থাকতো।ওই দুটি স্থানে নদীর ওপর সেতু নির্মাণের পর ওই দুই ঘাটে আগের কোলাহল আর নেই। বাউশিয়া ফেরিঘাটের পাইকারী তরমুজের আড়ত সেই আগের ফেরিঘাটের চিত্রই যেনো মনে করে দেয়। সকাল ১০ টা থেকে সন্ধ্যার পরও চলে বেচা-বিক্রির ধুম। সড়ক ও জনপথ বিভাগের নারায়নগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম জানান, সওজের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান ওই কর্মকর্তা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরা ছোঁয়ার বাইরে থাকবে?
দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরা ছোঁয়ার বাইরে থাকবে?

প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুধুই কি বেনজীর আহমেদ একাই এই সম্পত্তি অর্জন করেছেন? নাকি এখনো যারা দায়িত্বে আছেন তাদের Read more

‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দেশের জনগণকে সেবাদানের অঙ্গীকার’ 
‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দেশের জনগণকে সেবাদানের অঙ্গীকার’ 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) সফল বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

‘তুফান সবে তো শুরু’
‘তুফান সবে তো শুরু’

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তুফান’।

সাইফ আলি খানের ১৫ হাজার কোটি রুপির সম্পদকে ‘শত্রু সম্পত্তি’ ঘোষণা করবে ভারত সরকার?
সাইফ আলি খানের ১৫ হাজার কোটি রুপির সম্পদকে ‘শত্রু সম্পত্তি’ ঘোষণা করবে ভারত সরকার?

এর আগে ভোপালের নবাব হামিদুল্লাহ খানের দ্বিতীয় কন্যা, যিনি সাইফ আলি খানের দাদি, তাকে নবাব হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত সরকার। Read more

ভারত চীন রাশিয়া বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী : কৃষিমন্ত্রী 
ভারত চীন রাশিয়া বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী : কৃষিমন্ত্রী 

ভারত, চীন, রাশিয়া ও বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন