নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ মার্চ) ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।গ্রেপ্তার জালাল হোসেন (৪০) অভিযোগকারীর স্বামীর চাচাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের মে মাসে পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনায় থানায় অভিযোগকারী নারীর স্বামীর বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত জালাল হোসেন। পরে এই মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন জালাল। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে জালালের সাথে অভিযোগকারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।মামলায় ওই নারী উল্লেখ করেন, গত বছরের ১৮ মে দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রলোভন দিয়ে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত জালাল। ওই সময় নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন অভিযুক্ত ব্যক্তি। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনে নারীকে বাধ্য করা হয় বলে মামলায় বলা হয়েছে।গত ১৫ ফেব্রুয়ারি স্বামী কাজের সুবাদে বাইরে থাকায় পুনরায় তাকে জালাল ধর্ষণ করে বলেও অভিযোগ ওই নারীর।এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে জানিয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার জালাল ওই নারীর আপত্তিকর ভিডিও ওই দুইজনের কাছেও দিয়েছে এবং তারা মিলে ওই নারীর কাছ থেকে টাকাও দাবি করেছে বলে অভিযোগ রয়েছে। প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হলেও বাকি দু’জন পলাতক রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোববার খুলছে স্কুল-কলেজ, বন্ধ থাকবে অ্যাসেম্বলি 
রোববার খুলছে স্কুল-কলেজ, বন্ধ থাকবে অ্যাসেম্বলি 

এদিকে, ক্ষতি পোষাতে আগামী ৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

১০০ বিলিয়ন ডলার বিদেশি ঋণ, বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে
১০০ বিলিয়ন ডলার বিদেশি ঋণ, বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে

বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশি ঋণের ক্ষেত্রে একশ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিশাল ঋণ কতটা Read more

রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ
রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রাজশাহী কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

ছাত্রদের এক দফায় পূর্ণ সমর্থন বিএনপির
ছাত্রদের এক দফায় পূর্ণ সমর্থন বিএনপির

বৈষম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন