‘কিডনি রোগ জীবননাশা-প্রতিরোধই বাঁচার আশা’  এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে সারা দেশের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে বিশ্ব কিডনি দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।  কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সংস্থাটি দিনব্যাপী নানাবিধ কর্মসূচী পালন করে। এর মধ্যে সকাল ১০ টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের ক্যাম্পস কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের কয়েকটি গুরত্বপূর্ন সড়ক পদক্ষীন করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। এছাড়াও এদিন বিভিন্ন পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ, সচেতনতা মূলক আলোচনা করেন প্রতিষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল মুবিন, মেডিকেল অফিসার ডাক্তার মো. জাহিদুল ইসলাম, নার্স জুলেখা খাতুন সহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সফলভাবে  সম্পন্ন করেন ক্যাম্পস এর সম্মানিত পরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল মুবিন। তিনি বলেন, “সর্বনাশা কিডনী রোগ থেকে বাঁচতে আমাদের সকলের সচেতনতা জরুরী।” এছাড়াও কিডনী সুস্থ রাখতে তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত।দুঃখজনক হলেও সত্য এরমধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে মরণঘাতী কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে। প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক কিডনি বিকল রোগে আক্রান্ত হয়। যার ৮৫ ভাগই আমাদের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশে কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে।একবার কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে, শতকরা ১০ জন কিডনি বিকল রোগী তা বহন করতে পারে না। তাই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করতে হলে সচেতনতার প্রয়োজন। সুস্থ জীবন ধারার প্রধান সোপান গুলো হলো যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করা, পরিমিত স্বাস্থ্যসম্মত বা সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা, তীব্র মাত্রার ব্যাথার ঔষধ পরিহার করা। কিডনি রোগের সুলভে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ক্যাম্পস ইতিমধ্যে ঢাকার পাশাপাশি মাদারীপুর, চাঁদপুর, টাঙ্গাইল, সখিপুর, নবাবগঞ্জ, ঝিনাইদহ ও ঘাটাইল শহরে কিডনি সেবা কেন্দ্র ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করেছেন।উল্লেখ্য বিশ্ব কিডনি দিবস-২০২৫ এর প্রতিপাদ্যের আলোকেই ক্যাম্পস তার এ বছরের সমস্ত আয়োজন সাজিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউ হাঁস ভাগ্য বদল, ৩ মাসেই ওজন ২.৫ কেজি
বাউ হাঁস ভাগ্য বদল, ৩ মাসেই ওজন ২.৫ কেজি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের তরুণ উদ্যোক্তা ঝর্ণা খাতুন। এক সময় ক্ষুধার তাড়নায় মানুষের দ্বারে দ্বারে কাজের সন্ধান করতেন। বর্তমানে Read more

অনেক পক্ষের সুপারিশে কালো টাকা সাদা করার সুযোগ: এনবিআর
অনেক পক্ষের সুপারিশে কালো টাকা সাদা করার সুযোগ: এনবিআর

‘আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নানান কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। রিটার্ন জমা না দিলে, ভুলবশত নানান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন