বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন এ্যাডভোকেট হেমায়েত হোসেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা শাখা কমিটি অনুমোদন দেন। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে এ্যাড. হেমায়েত হোসেনের নাম ঘোষণা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক দীর্ঘ রাজপথে থাকা এ্যাডভোকেট হেমায়েত হোসেন জেলার আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে বিএনপির রাজনীতির সাথে জড়িত হেমায়েত হোসেন ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখতেন। সেই ধারাবাহিকতায় নিজের সাংগঠনিক দক্ষতায় ২০১৩ সালে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৮ সাল পর্যন্ত নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সেই দায়িত্ব পালন করেন। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পান তিনি। পেশাগত জীবনে নিজেকে আইন পেশায় নিয়োজিত করেন। এ পেশায় নিয়োজিত হয়ে দলের অসংখ্য নেতাকর্মী যারা মিথ্যা রাজনৈতিক মামলার স্বীকার হয়েছেন তাঁদের পক্ষে আইনী লড়াই করেছেন। এরজন্য তাকে নিজেকেও মিথ্যা মামলায় একাধিকবার কারাভোগ করতে হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে হেমায়েত হোসেনের ভূমিকার বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামের এক অকুতোভয়ের নাম এ্যাড. হেমায়েত হোসেন।গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে নিজের জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, ‘পরিচ্ছন্ন এবং মেধাবী ছাত্রনেতা হেমায়েত হোসেন। সবর্দা সংগ্রামী ও পরিশ্রমী। বিগত প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে থেকেছে।’ক্লিন ইমেজধারী মেধাবী তরুণ রাজনৈতিক হিসাবে এ্যাডভোকেট হেমায়েত হোসেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে নতুন করে উজ্জীবিত করে তুলতে চান। সেজন্য তিনি জেলাবাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।জানতে চাইলে এ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, ‘আমি সবর্দা অবিচল থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আদর্শ বাস্তবায়ন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের স্বেচ্ছাসেবক দল গড়ার ব্যাপারে।’এমআর
Source: সময়ের কন্ঠস্বর