কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা নেই। দুই সপ্তাহ ধরে টিকার সংকট থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সংকটে পাড়ায় উদ্বীগ্ন অভিভাবকরা।এদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা৷ জনবহুল এই উপজেলায় টিকা নিতে আসা মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সকল টিকা সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা৷ এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য  কর্মকর্তা জানান, সংকটের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।  জানা যায়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের ১০টি বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়। বুধবার (১২ মার্চ)  সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,  টিকা না থাকায় শিশুদের মা ও স্বজনরা ফেরত যাচ্ছেন।  স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা নামক ভবনের নিচতলায় টিকাদানের জন্য নির্ধারিত চন্দ্রমল্লিকা কক্ষটিতে তালা ঝুলানো। পাশের রুমটিতে দায়িত্বে থাকা দু’জন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানো থাকার বিষয়টি জানতে চাইলে তারা এ বিষয়ে জানেন না বলে জানান । স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারে দায়িত্বে থাকা এক নারীকে শিশুদের টিকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রবিবার ও সোমবারে আসতে। তবে এ ধরণের লিখিত কোনো নির্দেশিকার দেখা মেলেনি হাসপাতালে কোথাও। বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার দূর দূরান্ত থেকে তারা বেশ কয়েকবার এসেছেন। অনেক টাকা ও সময় ব্যয় করে বেশ কয়েকবার আসার পরেও শিশুদের টিকা না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা। অভিভাবক আল আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি তালা ঝুলছে৷ ধারাবাহিক সময়মতো টিকা দিতে না পারলে তো স্বাস্থ্য সুরক্ষা সংকটে পড়বে। আমার মতো অনেকেই এটা নিয়ে উদ্বীগ্ন।হাসপাতালের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, কয়েকটি টিকা আমাদের নিকট নেই৷ বিসিজি, পেন্টা, পিসিভি টিকা শেষ হয়ে গেছে৷ সংশ্লিষ্ট কতৃপক্ষকে এটি জানানো হয়েছে৷  সারা দেশেই টিকা সংকট চলছে। দু’সপ্তাহ ধরে টিকা নেই এমনটি তিনি স্বীকার করেন। তিনি টিকা সংকটের বিষয়টি নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের কথাও উল্লেখ করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মো. ঈসা খাঁন টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দু’সপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে টিকা নেই। দ্রুত টিকা সরবরাহের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়ের কথা জানাতে পারেন নি তিনি৷ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর  সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন, ‘সংকট আগে ছিল, এখন  হয়তো পৌঁছাতে দেরি হচ্ছে। অপারেশন প্ল্যান (ওপি) না থাকায় আমরা রাজস্ব খাত থেকে ৪৬২ কোটি টাকার টিকা কিনেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে বিদায় করে কোয়ার্টারে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা
ইউক্রেনকে বিদায় করে কোয়ার্টারে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা

যারা জিতবে তারাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে, হারলে পত্রপাট বিদায়। অলিম্পিক ফুটবলের এমন ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইউক্রেন।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠতে কিংবা শিরোপা জিততে অস্ট্রেলিয়াকে টপকাতেই হবে। এটা যেন ক্রিকেটের অলিখিত নিয়ম। ভারত যেমন এই অস্ট্রেলিয়ার কাছে Read more

চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল
চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসনে সম্প্রতি একটি ঘটনায় তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে এক কর্মকর্তা Read more

ঠাকুরগাঁওয়ে ঝড়ে লণ্ডভণ্ড ২০ গ্রাম, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ঝড়ে লণ্ডভণ্ড ২০ গ্রাম, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

বৃষ্টি ও ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুটি ইউনিয়নের ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন