পাবনার ভাঙ্গুড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।বুধবার (১২ মার্চ) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার দিয়ার পাড়ার তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিরন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলী বিশ্বাসের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ মার্চ) সকালে স্বামীর বাড়ি থেকে অটোভ্যানে চড়ে ভাঙ্গুড়ার দিয়ারপাড়া রেলগেটে নামেন মজিরন খাতুন। এ সময় রেললাইন দিয়ে হেঁটে বাবার বাড়ি চাটমোহর উপজেলার বারকোনা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তেতুলতলা এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর