কক্সবাজারের চকরিয়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) রাতে দায়িত্বভার গ্রহণ করেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া ১নং ওয়ার্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ। গত ৫ নভেম্বর-২৪ নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে প্রথম পদায়িত হয়। ওসি শফিকুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে ।সচেতন নাগরিকদের অভিমত, চকরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নতুন ওসি শফিকুল ইসলামের চ্যালেঞ্জ হয়ে পড়েছে। সকলের দায়িত্ব আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসনকে কঠোর প্রদক্ষেপ । চকরিয়া থানার নতুন ওসি মো: শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চকরিয়া থানা একটি বৃহত্তম থানা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হলে সবাই সহযোগিতা অত্যাবশ্যক।
Source: সময়ের কন্ঠস্বর