রাজধানীর নিউমার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের অভিযোগ উঠেছে।শুক্রবার (৭ মার্চ)  দুপুরে ফুটপাতের দোকান থেকে ঐ হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা তেল পাম্পে তারা মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন।ভুক্তভোগী ও তার সহযোগিদের সূত্রমতে, মারধরের সাথে জড়িত ব্যক্তিরা হলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সিরাজুম মুনির নায়িব ও ১৯-২০ সেশনের শিক্ষার্থী দেওয়ান ফজলে হাসান নিয়ন। মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন বলেন, ‘আমি ঢাকা নিউমার্কেটে গ্লোব মার্কেটের সামনে দোকানদারি করি। অনেকদিন যাবৎ একটি গ্রুপ নিয়ন ভাই, নায়িব ভাই উনারা আমার জায়গা (ফুটপাতে দোকান বসানোর স্থান) নিয়ে উনারা করবে। উনারা আসার পরে আমি বললাম যে আমরা তো দুই ভাই করতেছি এখানে জায়গা দেওয়ার কোন স্কোপ নাই। আমি জায়গা দিতে পারবো না। তখন আমি ভিডিও করছি আমার সেফটির জন্য। উনারা এটা দেখে আমাকে বলছে যে ভিডিও করলি কেন? এরপর আমাকে পাম্পের ওখানে এনে মারধর করছে।ওরা পরে ১০/১২ লোক আসছিলো। আমাকে দোকান থেকে বেল দিয়ে বেধে ধরে নিয়ে আসছে, এনে পাম্পের এখানে মারছে। হাত দিয়ে যে যেভাবে পারছে থাপ্পর দিয়েছে, ঘুসি-ঠুসি মারছে। পাচ ছয় বছর যাবৎ আমরা শার্টের দোকান করতেছি। এই জায়গায় এসে উনারা দখল করতে চাইতেছে। পরে আজকে জুম্মার নামাযের পরে আমাকে মারধর করেছে।এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, আমার বাবা নেই, একটা প্রতিবন্ধী বোন নিয়ে আমি কষ্টে চলতেছি। উনার যেভাবে আমাকে অত্যাচার করেছে এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আমরা এটা প্রশাসনের মাধ্যমে সুষ্টু সমাধান চায়। আমাকে মারধরের বিচার চায়। মারধর করে আমার ফোন নিয়ে গেছে। ফোন নেওয়ার পরে আমি বলছি ফোনটা আমাকে দিয়ে দেন তখন ওরা বলছে ফোন পাবিনা। ফোন নিয়ে চলে গেছে আমার ফোন আর ফেরত দেয় নাই।দোকান দখলের অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান ফজলে হাসান নিয়ন বলেন,  এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি এই ধরনের কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তো আমার কিছু করার নেই। তিনি আরও বলেন, ফুটপাতে আমার কোন ব্যবসা বা দোকান নেই । আমি সড়কের বিষয়ে কিছুই জানিনা। আপনার কাছে যদি কোন প্রমাণ থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন।ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুম মুনির নায়িব বলেন, এটা একদম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটার সাথে আমার কোন যোগসাজস নাই। আমার কাছে যেটা রিপোর্ট আসছে সেটা হচ্ছে পাশাপাশি দুটি দোকানের সমস্যা।এখানো মারামারির কোন ঘটনা ঘটেনি।মারামারির বিষয়টা আমি কিছুই জানিনা। যাইহোক আমরা তো সিনিয়ররা গিয়ে মিটমাট করে দিয়েছি ওদের। আর অভিযোগ ভিত্তিহীন।এই বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক  পিয়াল হাসান বলেন,  এই ঘটনা সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই। আমি বিষয়টা জানিনা। আজকে কলেজে গিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব। আমি এই বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের স্পষ্ট বলেছি যে, কারো বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলদারির কোন অভিযোগের প্রমাণ পেলে আমি নিজে সেন্ট্রালে তদবির করে তার পদ বাতিলের জন্য সুপারিশ করব। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো:মিল্লাদ হোসেন বলেন, আমরা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানতে পারেনি আপনার থেকেই শুনলাম। আমরা আগেও সকল নেতাকর্মীকে সতর্ক করেছি অনৈতিক কর্মকান্ডে না জড়ানোর। তারপরও যদি কেউ এধরনের দখলদারিত্ব, অন্যায়ভাবে কাউকে মারবে এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকে আর প্রমাণ পায় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরির বয়সসীমা বাড়ালে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে?
সরকারি চাকরির বয়সসীমা বাড়ালে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে?

বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের ও চাকরি থেকে অবসরে যাওয়ার যে বয়সসীমা, তা বাড়ানোর দাবি নতুন কিছু না। বর্তমানে সরকারি চাকরিতে Read more

ভাটফুলের রঙে রাঙা গ্রামবাংলা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ভাটফুলের রঙে রাঙা গ্রামবাংলা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

ভাটফুল! যারা গ্রামে অথবা কোনো মফস্বলে বসবাস করেন, হয়তো মাঝে মাঝে তাদের চোখে পড়ে রাস্তার পাশে অবহেলায় পড়ে থাকা একটি Read more

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। শুক্রবার এজবাস্টন টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা। Read more

অতিবৃষ্টিতে বীজতলায় পচন, আমনের আবাদ নিয়ে শঙ্কায় কৃষক
অতিবৃষ্টিতে বীজতলায় পচন, আমনের আবাদ নিয়ে শঙ্কায় কৃষক

অতিরিক্ত বৃষ্টিপাতে লক্ষ্মীপুরের অধিকাংশ আমনের বীজতলা নিমজ্জিত হয়ে রয়েছে। দীর্ঘদিন জলবদ্ধতা থাকায় পচে নষ্ট হচ্ছে এসব আমন বীজতলা। এতে চলতি Read more

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হলেন রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি বর্তমান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েলের Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম দুই হাজার ৬১৩ টাকা বেড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন