ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে সমবেত হয়ে বিক্ষোভ করেন।প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন , সোনার বাংলা গড়তে হলে সর্বপ্রথম নারীদের সুরক্ষা দিতে হবে এবং নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং এই শাস্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের ফাঁসি দেয়ার পর লাশ ঝুলিয়ে রাখতে হবে যেন সেটি দেখে আর কেউ ধর্ষণ করার চিন্তাও মাথায় না আনে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন ,আজ নারী দিবসে আমরা আমাদের সুরক্ষার দাবী জানাচ্ছি। দেশে এখন নারীরা কোথাও সুরক্ষিত নয়। প্রতিনিয়ত ধর্ষণ নির্যাতন বেড়ে যাচ্ছে। যতোক্ষণ না পর্যন্ত দ্রুততম সময়ে ধর্ষকদের একমাত্র শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে, ততোক্ষণ পর্যন্ত এসব বন্ধ করা সম্ভব নয়। তাই এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমাদের একটাই দাবী রাষ্ট্রের কাছে, দ্রুত নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে হবে।প্রতিবাদ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী, মিম আক্তার,রোমানা আক্তার,মনি,বীপা। এছাড়াও উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর