রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাটবাসীর যোগাযোগ আরও সহজ করতে রায়েন্দা টু ঢাকা রুটে বাস সেবা শুরু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। দূরপাল্লার এই পরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় ঢাকায় যাতায়াত করতে পারবেন। শুক্রবার (০৭ মার্চ) বিকেলে বাগেরহাট খানজাহান রহঃ এর মাজার সংলগ্ন গেট এর সামনে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসক আহমদ কামরুল হাসানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান ড. অনুপম সাহা, বাগেরহাটের কৃতি সন্তান, সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. মো. ফরিদুল ইসলামের প্রচেষ্টায় সাড়া দিয়ে এই রুটে বাস সেবার উদ্বোধন করলো বিআরটিসি।
Source: সময়ের কন্ঠস্বর