নেত্রকোনায় দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্বাক্ষরিত বৃহস্পতিবার এক অফিসে আদেশে তাদের কর্মস্থলে অন্য দু’জনকে পদায়ন করা হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশপত্রটির সততা পাওয়া গেছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদকে সদর সার্কেল অফিসে স্থানান্তর করা হয়েছে এবং পূর্বধলা থানায় নতুন ওসি হিসেবে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমকে পদায়ন করা হয়। একইভাবে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়াকে জেলা পুলিশ অফিসে ইন্সপেক্টর (ক্রাইম) পদে স্থানান্তর করা হয়েছে এবং জেলা পুলিশ অফিসার ইন্সপেক্টর (ক্রাইম) মো. মাহমুদুল হাসানকে দুর্গাপুর থানার ওসি হিসেবে স্থানান্তর করা হয়। এছাড়াও অফিস আদেশ অনুযায়ী সদর সার্কেল অফিসের রুহুল আমিনকে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ করা হয়েছে। তবে কি কারণে সপ্তাহের শেষ কার্যদিবসের শেষ সময়ে হঠাৎ এই রদবদল তার কোন কারণ বা ব্যাখ্যা অফিস আদেশসূত্রে জানা যায়নি।  এছাড়াও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সদর ইউনিয়নের কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। একই অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছিল সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা হৃদয় আহমেদকেও। যা নিয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। অন্যদিকে স্থানীয়রা বলছে, পুর্বধলা থানার ওসিও সেচ্ছাচারি হয়ে ওঠেছিলেন কর্মস্থলে তাই এমন পরিবর্তন। এব্যাপারে জানতে দুর্গাপুর থানার ওসি এবং সার্কেল অফিসারের মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার কল দিলে তারা কল কেটে দেয়।কিন্তু পুর্বধলা থানায় ওসি হিসেবে সদ্য পদায়নকৃত সাবেক শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমের সাথে যোগাযোগ করে জানা গেছে, তিনি শনিবার নতুন কর্মস্থলে যোগ দিবেন। তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই ও চেল্লা সফটের চুক্তি
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই ও চেল্লা সফটের চুক্তি

বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্লিয়ারিং সেটেলমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ভারতীয় চেল্লা সফটওয়্যার Read more

বৃক্ষরোপণে ব্যবহার হবে কোরবানির পশুর হাটের গোবর
বৃক্ষরোপণে ব্যবহার হবে কোরবানির পশুর হাটের গোবর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে বৃক্ষরোপণে পশুর হাটের গোবর ব্যবহার করা হবে। 

ভর্তিতে বাড়তি টাকা আদায়, কর্তৃপক্ষের দাবি ‘বিবিধ ফি’ 
ভর্তিতে বাড়তি টাকা আদায়, কর্তৃপক্ষের দাবি ‘বিবিধ ফি’ 

মানিকগঞ্জের সেরা বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ।

রংপুরে ৩ খেজুর ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে ৩ খেজুর ব্যবসায়ীকে জরিমানা

রংপুর নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন