কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি উঁচু কড়ই গাছে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে তাকে নামিয়েছে ফায়ার সার্ভিসের একটি দল।বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাজারের পাশে একটি কড়ই গাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইলিয়াস ভূইয়া জানান, আমাদের স্টেশনে সোহেল রানা নামে একজন ফোন করে জানায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঁচু কড়ই গাছের ডালে বসে রয়েছেন। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। অল্প কিছু সময়ের চেষ্টায় তাকে বুঝিয়ে ও খাবার দেওয়া হবে বলার পর গাছ থেকে লোকটি নেমে আসেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। তিনি বিবস্ত্র ছিলেন। পরে তাকে কাপড় ও খাবার দেওয়া হয়।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর