মোংলায় জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধায় জামায়াতে ইসলামী পৌর ৫নং ওয়ার্ড শাখার আয়োজনে ১নং জেটি সংলগ্নে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জসীম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. মঈন উদ্দিন মিলন’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, নায়েবে আমির এবং বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী এ্যাড: মাও: শেখ আঃ ওয়াদুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমির এম এ বারী, নায়েবে আমির মুফতি মাও: মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাড: মো: হোসেন, সহ- সেক্রেটারী মো: আবিদ হাসান, পৌর ওলামা বিভাগের সভাপতি মাও: আব্দুর রহমান, মোংলা বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী ইদ্রিস আলী মোল্যা, ৭নং ওর্য়াড জামাতের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফাসহ উপজেলা ও পৌর বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করা হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর