সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরারগাঁও গোফরাঘাট জলমহালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ লুটের ঘটনা ঘটে। এঘটনায় ২২ জনের নাম উল্লেখ্যসহ প্রায় দুই হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস খোকা লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে মাছ লুটের ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস খোকার অভিযোগ, বুধবার (০৫ মার্চ) সকাল ৭টার দিকে সংঘবদ্ধভাবে প্রায় দুই হাজার লোক জলমহালে প্রবেশ করে অনুমান এক কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী লংকেশ্বর দাস খোকা তার এজাহারে উল্লেখ করেন, কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতি ১৪২৮-১৪৩৩ বাংলা পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী জলমহালের ইজারা গ্রহণ করে এবং নিয়মিত খাজনা, ভ্যাট পরিশোধ করে মাছ সংরক্ষণ ও ব্যবস্থাপনা চালিয়ে আসছিল। গত দুই বছর ধরে জলমহালটিকে মাছের অভয়ারণ্য হিসেবে রাখা হয়েছিল।কিন্তু গত বুধবার সকালে দিরাই থানার কল্যাণী গ্রামের জীবন রায় (৪৫), চন্দ্রপুর গ্রামের এরশাদ মিয়া (৩২) ও হুমায়ূন (২০), বাউসী গ্রামের বাধন বৈষ্ণব (২২),সমিরন বৈষ্ণব (১৯) ও মৃদুল বৈষ্ণব (১৯), ভাঙ্গাডহর গ্রামের পিন্টু তালুকদার (৩২) ও মৃদুল দাস (২৮),স্বরমঙ্গল গ্রামের আব্দুল তাহিদ (৪০), একই গ্রামের রমজান (৪০), রায়হান (৩৮), দবির মিয়া (৩৫), ছালিক মিয়া (৩৮), সম্রাট মিয়া (৫৫), সাজিদ মিয়া (২৭), হামিদ মিয়া (৪০),জিয়াবুর (৪০), ফরদি মিয়া (৪৫), নাহিদ (২৭), মোহন মিয়া (৪০), কায়েছ মিয়া (২২) এবং ঘাগটিয়া গ্রামের রজত মিয়া (৩৫) – এজাহারনামীয় এই ২২ জনসহ আরও প্রায় দুই হাজার অজ্ঞাত ব্যক্তি জলমহালে প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরতে শুরু করে।এসময় জলমহালে থাকা আইড়,বোয়াল, রুই, কাতলা, কার্পু, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে ধরে নিয়ে যায় তারা।সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জীবন রায়,এরশাদ মিয়া,হুমায়ূন,বাধন বৈষ্ণব, সমরিন বৈষ্ণব, মৃদুল বৈষ্ণব, পিন্টু তালুকদার ও মৃদুল দাসকে গ্রেফতার করে এবং তাদের মাছ ধরার সরঞ্জামসহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় দিরাই থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের একাধিক টিম এবং উপজেলা এসি ল্যান্ড অফিসার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ ঘটনায় দিরাই থানায় দণ্ডবিধি আইনের ১৪৩/৪৪৭/৩৭৯/৩৪ ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় এজাহারনামীয় ২২ জনসহ অজ্ঞাতনামা আরও দুই হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করে হয়েছে। জেলার অন্যান্য বিল থেকে যারা অবৈধভাবে মাছ আহরণের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, জেলার তিনিটি উপজেলা দিরাই,শাল্লা,জামালগঞ্জ উপজেলার ৯টি জলমহালে মাছ লুটের ঘটনা ঘটেছে। এতে কম হলে ৫ কোটি টাকা বেশি ক্ষতির শিকার হয়েছে ইজারাদারগন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় পানিতে ডুবে মুনিয়া আক্তার নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে Read more

বসুন্ধরা গ্রুপ নিয়ে কী করছে দুদক ও অন্য সংস্থাগুলো
বসুন্ধরা গ্রুপ নিয়ে কী করছে দুদক ও অন্য সংস্থাগুলো

বাংলাদেশের প্রভাবশালী শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে 'বিদেশে অর্থ পাচার ও বিদেশে সম্পত্তি কেনার' খবর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। Read more

দ্রুতই বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূল হবে: ডেপুটি স্পিকার
দ্রুতই বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূল হবে: ডেপুটি স্পিকার

বাংলাদেশে ধীরে ধীরে যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা ও রোগের ভয়াবহতা কমে আসছে। সঠিক পরিকল্পনা মাফিক কাজ করে যেতে পারলে দ্রুতই Read more

রিমান্ডের নামে শারীরিক-মানসিক নির্যাতন করা হচ্ছে: ফখরুল
রিমান্ডের নামে শারীরিক-মানসিক নির্যাতন করা হচ্ছে: ফখরুল

গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের রিমান্ডের নামে চোখ ও হাত-পা বেঁধে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন