শরীয়তপুর সদর হাসপাতালে কাঙ্খিত সেবা নিশ্চিত না হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ছাত্র আন্দোলনের নেতারা হাসপাতালটি পরিদর্শন করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের চিকিৎসাসেবায় চরম অব্যবস্থাপনা চলছে। অভিযোগ রয়েছে, চিকিৎসকদের অনুপস্থিতি, অনেক চিকিৎসক নিয়মিত হাসপাতালে উপস্থিত হন না। বেশিরভাগ চিকিৎসকের তাদের রুম তালাবদ্ধ থাকে।শরীয়তপুর সদর হাসপাতালে বেশিরভাগ চিকিৎসক স্থানীয় ক্লিনিক ব্যবসার সাথে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে করে সরকারি চিকিৎসকরা ব্যক্তিগত ক্লিনিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় সরকারি হাসপাতালে কাকিত সেবা পাচ্ছে না। তবে স্থানীয় ক্লিনিক গুলোতে অর্থের বিনিময়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।হাসপাতালটিতে রয়েছে বিভিন্ন সেবা সংকট। বিশেষ করে এক্স-রে সেবা বন্ধ এবং ভ্যাকসিন দীর্ঘদিন ধরে সরবরাহ না থাকায় রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।আসমা আক্তার, এক রোগী, বলেন  আমার বাচ্চাকে বিড়ালে আঁচড় দিয়েছে। এখানে এসে জানতে পারি, ভ্যাকসিন নেই। ৫৭০ টাকা দিয়ে কিনে ভ্যাকসিন দিতে হলো। সরকারি হাসপাতালে এসে যদি নিজের টাকা দিয়ে ওষুধ কিনতে হয়, তাহলে আমরা কোথায় যাব?মোকলেছুর আকন বলেন চিকিৎসকরা সময়মতো আসেন না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে আমাদের ভোগান্তি বাড়ছে। আমরা চাই, চিকিৎসকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আমরা পরিদর্শনে গিয়ে দেখি, চিকিৎসকদের কক্ষ তালাবদ্ধ। ডাক্তারদের ফোন করে হাসপাতালে আনতে হয়। তারা প্রাইভেট ক্লিনিকে ব্যস্ত থাকেন। জনগণ যদি সদর হাসপাতালে কাঙ্খিত সেবা না পায়, তাহলে এটি রেখে লাভ কী? প্রয়োজনে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।তিনি আরও জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থা চলতে থাকলে তার পদত্যাগের দাবিও তোলা হবে।হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। ছাত্র আন্দোলনের নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা সমন্বিতভাবে কাজ করলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তারক্ষীর চাকরি নিয়ে কারখানায় ডাকাতি করতেন তারা 
নিরাপত্তারক্ষীর চাকরি নিয়ে কারখানায় ডাকাতি করতেন তারা 

ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে আটক করেছে পুলিশ।

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় শিবিরের বিবৃতি
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় শিবিরের বিবৃতি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। Read more

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন