আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভোক্ত আসামি ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯) সহ তিন জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আশুলিয়া থানা এলাকা, ডিএমপি ঢাকা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত শহীদ মীরের ছেলে শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মো. ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)। পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলায় আহত ও নিহতের স্বজনদের দায়ের করা অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি এম এ মালেক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মীরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া আশুলিয়া ও চাঁদপুরে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা ইয়াছিন মীরকে গ্রেফতার করা হয় এবং চাঁদপুর থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, আশুলিয়য় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর মীরপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাকি ২ আসামিদেরকেও আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ
বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ

বাংলাদেশি পর্যটকদের জন্য বর্তমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না পদ্মা ইসলামী লাইফ
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না পদ্মা ইসলামী লাইফ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যু‌রে‌ন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ Read more

ঢাকা সাব-এডিটরসের সঙ্গে প্রেস কাউন্সিলের মতবিনিময়
ঢাকা সাব-এডিটরসের সঙ্গে প্রেস কাউন্সিলের মতবিনিময়

সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাস সংক্রান্ত যে আলোচনা-সমালোচনা চলছে সে বিষয়ে তিনি বলেন, বিষয়টা কারো একার সিদ্ধান্ত নয়। ডিগ্রি পাসের বিষয়টা Read more

‘কী দোষ ছিল আমার সবুজের?’
‘কী দোষ ছিল আমার সবুজের?’

কোটা সংস্কার আন্দোলনে নিহত মো. সবুজ আলীর বাড়িতে শোকের মাতম চলছে। মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন সবুজের মা সূর্যবানু।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন