ভোলার বোরহানউদ্দিনে ঢাকা – বোরহানউদ্দিন রুটে চলাচল করা এম ভি মানিক-১ লঞ্চের পাখা পরিস্কার করতে গিয়ে তাজু মিয়া(৩৫) নামের ওই লঞ্চের ইঞ্জিন চালক নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় বোরহানউদ্দিন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।নিখোঁজ তাজু মিয়া লালমোহন উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। এমভি মানিক-১ লঞ্চের সেকেন্ড মাস্টার মো.শহিদুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, ঢাকা থেকে ভোলায় আসার পথে জেলেদের জাল লঞ্চের পাখায় পেঁচিয়ে যায়। পরে ঘাটে আসার পর পাখায় পেঁচানো জাল পরিস্কার করতে নদীতে নামেন তাজু মিয়া। কিছু সময় পর আমরা তাকে দেখতে না পেয়ে পানিতে নেমে খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে কোথাও দেখতে না পেয়ে পরে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দেই। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু আমাদের ডুবুরি দল না থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আমরা উদ্ধার অভিযান করবো। এসআর
Source: সময়ের কন্ঠস্বর