রমজানে সয়াবিন তেলের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, ভোক্তা প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।সভায় রমজানে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “রমজানে ভোজ্য তেলের উচ্চমূল্য জনসাধারণের জন্য একটি বড় সংকট। এ থেকে উত্তরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করা হবে এবং এটি আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।নির্ধারিত মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে নিয়মিত মনিটরিং অভিযান চালাবে।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “অন্যান্য মুসলিম দেশগুলো রমজানে ভর্তুকি দিয়ে পণ্যের দাম স্বাভাবিক রাখে। আমাদেরও সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।”সভা শেষে জেলা প্রশাসক ফরিদা খানম ব্যবসায়ীদের ধন্যবাদ জানান এবং নির্ধারিত মূল্যে তেল বিক্রির আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক প্রমুখ। এআই
Source: সময়ের কন্ঠস্বর