পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমীতে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৭ জন পুরুষ এবং ২৭ জন মহিলা আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। এ সময় ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মো. হেদায়তুল হক, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মো. মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্য-সদস্যারা ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভিডিপি সদস্য-সদস্যাদের বছরব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ (বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত ও খরা), বেসিক কম্পিউটার, অটোমেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ওয়েল্ডিং ৪জি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ম্যামনারি অ্যান্ড রড বাইন্ডিং, বিল্ডিং কনস্ট্রাকশন পেইন্টিং, টাইলস অ্যান্ড সেটিং, সেলাই ও ফ্যাশন ডিজাইন, সোয়েটার মেশিন অপারেটিং, ওভেন মেশিন অপারেটিং, মোটর ড্রাইভিং ও মেকানিক্স, নকশি কাঁথা, আভি কারুপণ্য প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হয়। বাহিনীর একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে ভিডিপি সদস্য-সদস্যারা। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘আনসার-ভিডিপির প্রশিক্ষিত তরুণ সদস্যরা নতুন দেশ গঠনের বড় নিয়ামক শক্তি। সদস্যরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর