শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও এলাকায় স্থানীয় যুবদল নেতা রোকন সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে ১০ একর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে। জমির মালিকরা রাজি না হওয়ায় অন্তত ৩ একর জমিতে বিষ প্রয়োগ করে ধানগাছ নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ধানসহ বিভিন্ন রবি ফসল উৎপাদন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ওই জমি দখলে নিতে এক্সকাভেটর দিয়ে চারপাশ খনন শুরু করেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার ও তার লোকজন। বাধা দিলে কৃষকদের জমিতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করা হয়, যা ফসল পুড়ে নষ্ট হয়ে যায়।এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং লিখিত অভিযোগ দেন।ভুক্তভোগী কৃষক শফিক শেখ বলেন, আমার জমিতে ধান রোপণ করেছি। কিন্তু জোর করে মাছের ঘের করতে গিয়ে আমার ফসল ধ্বংস করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।ফজল খা বলেন, কিস্তি নিয়ে ধান লাগিয়েছি, সারা বছর এই জমির ফসলের ওপর নির্ভর করি। এখন সব শেষ।ইয়ারুন বেগম নামে এক নারী বলেন, আমাদের ধান বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে গিয়েও কোনো বিচার পাইনি।জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, অভিযোগটি গুরুতর। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত রোকন সরদারকে তার বাড়িতে পাওয়া না গেলেও তার বোন শামসুন্নাহার দাবি করেন, আমার ভাই শুধু প্রজেক্টের মাটি কাটার কাজ করেছে, বিষ প্রয়োগের সঙ্গে সে জড়িত নয়।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফসলি জমির চারপাশ খনন করা হয়েছে এবং বিষক্রিয়ায় ধানগাছ নষ্ট হয়ে গেছে।ভুক্তভোগী কৃষকদের দাবি দ্রুত জমি উদ্ধারের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার পদত্যাগে কাশিয়ানীতে বিএনপির বিজয়োল্লাস
শেখ হাসিনার পদত্যাগে কাশিয়ানীতে বিএনপির বিজয়োল্লাস

শেখ হাসিনা পদত্যাগে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজয়োল্লাস ও সমাবেশ করেছে বিএনপি, ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে রেসিং ডিএনএ-সমৃদ্ধ ইভিবিকে
টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে রেসিং ডিএনএ-সমৃদ্ধ ইভিবিকে

টিভিএস মোটর কোম্পানি, টু এবং থ্রি-হুইলার সেগমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক অটোমেকার, আজ বাংলাদেশে TVS Apache RTR 160 Xonnect Edition মোটরসাইকেল Read more

ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন