ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীকতা ও বিকেন্দ্রীকৃত বাংলাদেশ গড়ার দাবিতে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’; ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’; ‘ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী’; ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’ ইত্যাদি স্লোগান দেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশ থেকে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্ত করতে হবে।”তিনি আরও বলেন, “ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ—সব জায়গায় ঢাকা ও ঢাবির আধিপত্য। আমরা এই আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই।”এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর