চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা গ্রামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে লোক জড়ো করে পিটুনি দিয়ে দুইজনকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো সাতকানিয়া উপজেলা জামায়াতের  প্রচার সম্পাদক আইয়ুব আলী স্বাক্ষরিত বিবৃতিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাইন বলেন, ‘সোমবার রাতের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রাম বহু আগে থেকেই সন্ত্রাস কবল এলাকা। এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী নজরুল ইসলাম প্রকাশ মানিক চেয়ারম্যান ছনখোলা গ্রামের পাহাড়, পাহাড়ি গাছ ও ইটভাটা সমুহ নিয়ন্ত্রণে নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা ও  হত্যাকান্ড ঘটিয়েছে। এলাকার মানুষ তার অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে তাকে বয়কট করে।’নেতৃবৃন্দ বলেন, ‘তৎকালীন আওয়ামী সরকার ও প্রসাশনের সহযোগিতার কারণে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি। বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর সে এলাকা ছেড়ে আত্মগোপন করলেও তার বাহিনী এখনো থেকে যায়। তার ভাই হারুন ও মমতাজ  প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সন্ত্রাসীগণ এখনো নানা অপকর্মে জড়িত। গতরাতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দুঃশাসনে নির্যাতিত ও ব্যবসায়ী নেজাম উদ্দিন  ও আবু ছালেককে বিচারের কথা বলে ডেকে এনে মাইকে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনির নামে চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাইদের পরিকল্পনায় কুপিয়ে দুজনকে জঘন্যতম কায়দায় হত্যা করেছে যা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন।’একইভাবে বিগত ২০১৬ সালে মানিক চেয়ারম্যানের নেতৃত্বে কাঞ্চনার বশরকে নির্মমভাবে ছনখোলায় হত্যা করা হয়েছিল। অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতার, ঘটনার গডফাদারদের বিরুদ্ধে মামলা ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করে আসল হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।এর আগে সোমবার (৩ মার্চ) রাত দশটায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় সজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে লোক জড়ো করে পিটুনি দিয়ে দুইজনকে হত্যার অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া গুলিবিদ্ধ পাঁচজনেক হাসপাতালে পাঠানো হয়।নিহতরা হলেন, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মাহমুদুল হকের ছেলে মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও একই ইউনিয়নের গুরগুরি এলাকার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ছালেক (৩৫)। এরমধ্যে ছালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।গুলিবিদ্ধ স্থানীয় পাঁচ বাসিন্দা হলেন— ইকবাল, ওবায়দুল হক, আব্বাস উদ্দিন, মামুনুর রশিদ ও নাসির উদ্দিন। তাদের মধ্যে ইকবাল ও ওবায়দুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের পর ধানক্ষেতে মিললো মরদেহ
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের পর ধানক্ষেতে মিললো মরদেহ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের পর ধানক্ষেত থেকে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা Read more

‘ছয় মাসে ১৬ দলের জন্ম’
‘ছয় মাসে ১৬ দলের জন্ম’

রোববার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থিদের হানা, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, জুনের মধ্যে স্থানীয় Read more

বেরোবিতে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বেরোবিতে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৯ দফা দাবিতে গণপথযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নতুন মুখ দুই
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নতুন মুখ দুই

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য আজ বুধবার (০৭ আগস্ট) দল ঘোষণা করেছে পাকিস্তান।

পেদ্রি-লেভানডোভস্কি জুটিতে রানার্সআপ বার্সেলোনা
পেদ্রি-লেভানডোভস্কি জুটিতে রানার্সআপ বার্সেলোনা

শিরোপার আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করে মৌসুম শেষ করা। সেই কাজটা ঠিকঠাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন